পশ্চিমবঙ্গে SIR ইস্যুতে পথে নামল খড়গ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার খড়গ্রাম ব্লকের নগর এলাকায় পথ অবরোধ করে তীব্র বিক্ষোভের পর সেখানে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন, SIR-এর নামে বিজেপি ও নির্বাচন কমিশন সাধারণ মানুষকে অযথা হেনস্তা করছে। হেয়ারিং-এর ডাক দিয়ে সাধারণ ভোটারদের ভয় দেখানো ও চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।