ঝাড়গ্রাম: হাতির হাত থেকে ঝাড়গ্রামের মানুষকে সুরক্ষিত করতে ঝাড়গ্রাম বনবিভাগে ৬টি হাতির অবস্থান প্রকাশিত করল বনদপ্তর
মঙ্গলবার ঝাড়গ্রাম বন বিভাগের তরফ থেকে হাতির অবস্থান প্রকাশিত করা হয়। যার ফলে এলাকার মানুষজন নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম রেঞ্জে ৪টি হাতি রয়েছে । লোধাশুলি রেঞ্জের ভাওদায় ১ টি হাতি এবং জামবনি রেঞ্জের বাঁকড়ায় ১টি হাতি রয়েছে। বনদপ্তরের তরফ থেকে হাতির অবস্থান প্রকাশ করে যে জঙ্গল গুলিতে হাতি রয়েছে সেখানে মানুষের যাতায়াত নিষিদ্ধর পাশাপাশি সচেতন করা হয়েছে। সেই তথ্য তুলে ধরা হল মঙ্গলবার সন্ধ্যায়।