মুরারই ১: আমভুয়া প্রাইমারি মাদ্রাসাতে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, ছাত্র-ছাত্রীদের করা হল পুরস্কৃত
আজ ১৯ অক্টোবর রবিবার সকাল নাগাদ, মুরারই এক নম্বর ব্লকের আমভুয়া প্রাইমারি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি ইসলামিক আবৃতি প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমভুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কাজী আবসার, চিকিৎসক তথা সমাজসেবী ডাক্তার আলী আসগার, মন্টেন মুন্সি সহ অন্যান্যরা।এদিন রবিবার সকালের দিকে সেই চিত্র উঠে আসলো আমাদের ক্যামেরায়।