ঝাড়গ্রাম: আবারও দাঁতালের উপদ্রব ঝাড়গ্রামের গোবিন্দপুর এলাকায়,নষ্ট ৫ কাঠা জমির ধান চাষ, মাথায় হাত চাষীদের
শুক্রবার বিকেলে আবারও দাঁতালের উপদ্রব ঝাড়গ্রামের গোবিন্দপুর এলাকায়। জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়া দলছুট দাঁতাল হাতির তাণ্ডবে নষ্ট হয়ে গেল প্রায় ৫ কাঠা জমির ধান চাষ।মাথায় হাত চাষীদের। স্থানীয়দের বক্তব্য, খাবারের সন্ধানে হাতিটি প্রথমে জঙ্গল লাগোয়া চাষের জমিতে প্রবেশ করে। এরপর একের পর এক ধানক্ষেত পায়চারি আর শুঁড়ে সোয়াইপ করে চাষের জমি তছনছ করে দেয়। ঘটনাস্থল থেকে কিছুটা দূরত্বে থাকা বাসিন্দাদের দাবি, “বছরের বেশিরভাগ সময়ই দাঁতালের দাপট চলতেই থাকে।