বিলোনিয়া: বিলোনিয়া থানার পুলিশ মানব পাচারকার নাসির উদ্দিনেরকে তোলা হয় আদালতে
বিগত এক মাসের মধ্যে প্রায় একুশ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিলোনিয়া থানার পুলিশ।জিগাসাবাদের পর তাদের কাছ থেকে পুলিশ জানতে পারে তারা সবাই অবৈধভাবে বিলোনিয়া আমজাদ নগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। এই কাজে টাকার বিনিময়ে সহযোগিতা করেছে আমজাদ নগর এলাকার কিছু আদম ব্যাপারীরা । তাদের মধ্য থেকে বিলোনিয়া থানাধীন আমজাদ নগর এলাকা থেকে নাসির উদ্দিন নামে এক মানব পাচারকারীকে গত রবিবার রাতে বিলোনিয়া থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে থানাতে। নাসির উদ্দিনের