গোপীবল্লভপুর ১: সারিয়া গ্রামপঞ্চায়েতের কাঁচা আমড়াশোল গ্রামে হরিজন সম্প্রদায়ের জন আর্টিসান কার্ড করার উদ্যোগ নিল রাজ্য সরকারের শিল্পদফতর
গোপীবল্লভপুরের সারিয়া গ্রাম পঞ্চায়েতের কাঁচা আমড়াশোল গ্রামে হরিজন সম্প্রদায়ের জন আর্টিসান কার্ড করার উদ্যোগ নিল রাজ্য সরকারের শিল্প দফতর। শুক্রবার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সহ গোপীবল্লভপুর ১ ব্লক পঞ্চায়েত সমিতির সদস্যরা উপস্থিত থেকে কাঁচা আমড়াশোল গ্রামে আর্টিসান কার্ড করা হয়। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত মহাকুল, মৎস্য কর্মাধ্যক্ষ দেবাশীষ গিরি প্রমুখ। জানা গিয়েছে,হরিজন সম্প্রদায় এই কার্ড করতে পার