ভাঙড় ২: ফের রাজনৈতিক অশান্তিতে থমথমে ভাঙড়! আইএসএফ-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত এলাকা
#breakingnews
ফের রাজনৈতিক অশান্তি ভাঙড়ে সোমবার গভীর রাতে ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ভুমরু গ্রামে তৃণমূল ও আইএসএফ এর সংঘর্ষ, আহত একাধিক, গ্রেপ্তার ২ । সোমবার রাতে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ।দু’পক্ষেরই একাধিক ব্যক্তি আহত হয়েছেন। ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার পুলিশ মঙ্গলবার দুপুর দুটো নাগাদ দু’জনকে গ্রেপ্তার করেছে করেছে বলে জানা গেছে। সূত্রের খবর বাচ্চাদের বাজি ফাটানো কে কেন্দ্র করে শুরু হয় এই সংঘাত, তা ক্রমেই রূপ নেয় ধস্তাধস্তি এবং মারামার