ভারতবর্ষের কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পাল স্মৃতি নকআউট দুদিনের ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হল রবিবার। নারায়ণগড় কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতা নারায়ণগড়ব্লকের নারায়ণগড় হাই স্কুল মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মোট আটটি টিম খেলায় অংশগ্রহণ করে। এই খেলায় মেদিনীপুর মেহতাব যুব সংঘ চ্যাম্পিয়ন ও প্রণীল একাদশ রানার্স হয়। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন গোষ্ঠ পাল স্মৃতি রক্ষা কমিটি সদস্য সুশান্ত পানিগ্রাহী।