আমবাসা: ধলাইয়ে আইন-শৃঙ্খলা ও অপরাধ দমনে কৌশল নির্ধারণে জেলা ক্রাইম কনফারেন্স
Ambassa, Dhalai | Oct 10, 2025 ধলাই, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, চলমান তদন্তগুলির অগ্রগতি নিরীক্ষা এবং অপরাধ প্রতিরোধের নতুন কৌশল নির্ধারণের উদ্দেশ্যে আজ বিকেলে ধলাই পুলিশ সুপারের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ জেলা ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এদিনের বৈঠকে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মিহির লাল দাস । জেলার সমস্ত মহকুমা পুলিশ আধিকারিক (SDPO), সার্কেল পরিদর্শক এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন।