মোহনপুর: হ্যাপিয়েস্ট আওয়ার বারের লাইসেন্স বাতিল করল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন
আগরতলার ইউডি ভবনের ছাদে অবস্থিত ‘হ্যাপিয়েস্ট আওয়ার’ রেস্তোরাঁ কাম বারের লাইসেন্স বাতিল করল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার আবগারি কালেক্টর ড. বিশাল কুমার (আইএএস) এক আদেশে জানান, লাইসেন্সধারী শ্রী গৌতম দেবনাথ একাধিকবার আবগারি আইনের শর্ত ভঙ্গ করেছেন।