বীরভূমের জয়দেব কেন্দুলীর মকর সংক্রান্তির মেলার স্নানের ঘাট পরিদর্শন করেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক,বোলপুর এসডিপিও, ইলামবাজার থানার ওসি সহ জয়দেব ফাঁড়ির আইসি এবং আরও উচ্চপদস্থ আধিকারিকরা বিকেল পাঁচটা নাগাদ। এদিন স্নানের ঘাট ঠিকঠাক আছে কিনা,পর্যাপ্ত পরিমাণে নদীর জল আছে কিনা,সবকিছু পরিদর্শন করেন যাতেকরে কোন পূর্ণার্তিদের অসুবিধা না হয় সব খতিয়ে দেখেন।