ভরতপুর ১: বিধায়ক নেই, কিন্তু বার্তা স্পষ্ট! ভরতপুরে তৃণমূল অন্দরে নতুন সমীকরণ?
বিধায়ক অনুপস্থিত থাকলেও জনজোয়ারে ভরল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। শুক্রবার ভরতপুরের গুণানন্দবাটি বটতলা এলাকায় প্রাক্তন ব্লক সভাপতি নজরুল ইসলামের উদ্যোগে এই বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। বিকেল গড়াতেই সভাস্থল কার্যত উপচে পড়ে মানুষের ভিড়ে। উপস্থিত জনতার ভিড় স্পষ্ট করে দিল, আগামী নির্বাচনের আগে এলাকায় এখনো অটুট সংগঠনের শক্তি ও জনভিত্তি।