বকেয়া পিএফ ও গ্র্যাচুইটি সহ নানা দাবিতে মঙ্গলবার বিকেল চারটা নাগাদ বানারহাট ব্লকের বানারহাট চাবাগানে গেট করল তৃণমূল চাবাগান শ্রমিক ইউনিয়ন। শ্রমিকদের অভিযোগ এই চাবাগানে এখনো তিনকোটি টাকার পিএফ ও এককোটি গ্র্যাচুইটির টাকা বকেয়া হয়ে রয়েছে। এছাড়াও জমির পাট্টার জন্য এনওসি দিচ্ছে না চাবাগান কতৃপক্ষ। ফলে পাট্টা দিতে সমস্যায় পড়ছে প্রশাসন। এদিকে কেন্দ্রীয় সরকারের অধিনস্থ এই চাবাগানের শ্রমিক আবাস বেহাল হয়ে পড়েছে।