টামনা থানা পুলিশের উদ্যোগে এদিন রাত্রি দশটা নাগাদ শিমুলিয়া মোড়ে এক বিশেষ নাকা চেকিং এর আয়োজন করা হলো। আজকের এই বিশেষ নাকা চেকিং এ শিমুলিয়া মোড়ে প্রত্যেকটি গাড়িকে দাঁড় করিয়ে চেক করা হচ্ছে এবং দেখা হচ্ছে গাড়ির বৈধ কাগজপত্র এবং যে গাড়ির বৈধ কাগজপত্র নেই ।সেই গাড়ির জরিমানাও ধার্য করা হচ্ছে। সেই চিত্র তুলে আজকের এই প্রতিবেদনে রাত্রিবেলা।