জয়নগর ২: ভারতবর্ষের নাগরিক হলে 2002 ভোটার লিস্টে নাম না থাকলেও চিন্তার কোন কারণ নেই
জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক হলে, ২০০২ ভোটার লিস্টের নাম না থাকলেও চিন্তার কোন কারণ নেই, এমন অভয় দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ ওয়াইড মোল্লা। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনুন তারই মুখ থেকে।