গোসাবা: গোসাবার দয়াপুরে বিষাক্ত সাপের কামড়ে গুরুতর আহত এক বৃদ্ধ কে ভর্তি করা হলো ক্যানিং মহকুমা হাসপাতালে বুধবার দিন রাতে
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত সাতজেলিয়া GP র দয়াপুরে প্রভাষ মন্ডল নামে বছর ৮৫ এক বৃদ্ধ কে ডান হাতে সাপে কামড় দেয় বুধবার দিন দুপুরে। এরপর তার সারা শরীরে জ্বালা-যন্ত্র শুরু হলে পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায়,তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার দিন রাতে। বর্তমানে ওই বৃদ্ধ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন