গোসাবা: কচুখালীতে,রামনগর হরিশপুর কচুখালী সার্বজনীন পঞ্চদশ দুর্গোৎসব পূজার উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মাধক্ষ
। গোসাবা ব্লকের কচুখালী GPর কচুখালীতে, রামনগর হরিশপুর কচুখালী সার্বজনীন পঞ্চদশ দুর্গোৎসব পূজার উদ্বোধন করলেন গোসাবা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহনের কর্মাধক্ষ তাপাস মন্ডল ,উপস্থিত ছিলেন কচুখালী GP প্রধান স্বর্ণময়ী মিস্ত্রি সরকার,উপ প্রধান সুধা রানী মন্ডল ,কচুখালী অঞ্চল তৃনমূল সভাপতি দিবাকর মিস্ত্রি।এবছর তাঁদের পূজা ৭৫তম বর্ষে পদার্পন করেছে।