মোহনপুর: বেসরকারি নির্মাণ সংস্থা থেকে চুরি হওয়ার রডসহ চার চুরির উপযুক্তদের গ্রেফতার করল আমতলী থানার পুলিশ
আমতলী থানা এলাকা থেকে চলতি মাসের ১৩ তারিখ একটি বেসরকারি নির্মাণ সংস্থা থেকে চুরি হয়েছিল রড। মামলা হওয়ার পর চার উপযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি চুরি দেওয়া বেশ কিছু রড উদ্ধার করেছে আমতলী থানার পুলিশ। অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে আজ।