মন্তেশ্বর: রোগী কল্যাণ সমিতির বৈঠক হওয়ার কথা ছিল মন্তেশ্বরে, মন্ত্রী এলেন বৈঠকে কিন্তু ছিলেন না স্বাস্থ্য আধিকারিক, থানার আইসি
সোমবার রোগী কল্যাণ সমিতির বৈঠক হওয়ার কথা ছিল মন্তেস্বরে! সেই অনুযায়ী দুপুর তিনটে নাগাদ, মন্তেশ্বর ব্লক অফিসে উপস্থিত হন বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বিডিও ঘরে গিয়ে, বিডিও সাথে আলোচনা শুরু করেন, কিন্তু এদিন দেখা যায় নি, ব্লক স্বাস্থ্য আধিকারিক, মন্তেশ্বর থানার আইসি কে !!