ইটাহার: বিজয়া দশমীতে ইটাহারের ব্লক ইয়ুথ ক্লাব সহ একাধিক পুজো মণ্ডপে সিঁদুর খেলা ও দেবী দুর্গাকে বরণে ভিড় মহিলাদের
আজ দশমী। এবার ভারাক্রান্ত মনে উমাকে বিদায় দেওয়ার পালা ৷ তাই রীতি মেনে ইটাহারের বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলা ও দেবী বরণের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ফলে উমার বিদায়ের আগে সিঁদুর খেলায় মাতলেন শহরের মহিলারা। ইটাহারের ব্লক ইয়ুথ ক্লাব, উল্কা ক্লাব সহ একাধিক পূজা মন্ডপে একে অপরকে সিঁদুর মাখিয়ে খেলায় মেতে উঠলেন মহিলারা। বিশেষ করে মা বোনেরা ভীড় জমান পুজো মণ্ডপে। দেবী দুর্গার সিঁথিতে প্রথমে সিঁদুর অর্পণ করা হয়। তারপর মাকে মিষ্টি মুখ করিয়ে দেবীকে বরণ করে নেন মহিলারা।