গোপীবল্লভপুর ২: পদিমাতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের উদ্বোধনে ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন সহ অন্যান্যরা
শনিবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের পদিমা জনকল্যাণ বানীপীঠ উচ্চমাধ্যমিক হাই স্কুলে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন হয়। এদিনের এই বিজয়া সম্মিলনী ২০২৫ এর উদ্বোধন করেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন সহ অন্যান্যরা। জানা গেছে, এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের নিয়ে আয়োজিত হয় বিজয়া সম্মেলনী ২০২৫ এর অনুষ্ঠান।বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপস্থিত থাকা অতিথিরা।