সাগর: পুজোয় প্রাণের সঞ্চার! রক্তদান শিবিরে মন্ত্রী দিলেন চারাগাছ, সবুজ বার্তা গঙ্গাসাগরে
কালীপুজো মানে শুধু আলোর রোশনাই নয়, এ যেন প্রাণের উৎসব! সেই উৎসবের আবহে সেবাই পরম ধর্ম - এই বার্তা নিয়ে গঙ্গাসাগর কোস্টাল থানায় হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। বৃহস্পতিবার এই জনহিতকর কর্মসূচির উদ্বোধন করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। শিবিরটি শুধু রক্তদান করেই থেমে থাকেনি, মানবসেবার সঙ্গে প্রকৃতি সুরক্ষার এক অভিনব মেলবন্ধন ঘটল এখানে।।