দেগঙ্গা: দেগঙ্গা ব্লকের ফাজিলপুর গ্রামে বাড়ির দেয়াল প্লাস্টার করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারামারি, থানায় অভিযোগ
বাড়ির দেওয়াল প্লাস্টার করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা উত্তেজনা ছড়ালো দেগঙ্গায়। সোমবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের ফাজিলপুর গ্রামে। বেলা ১১:৩০ টা নাগাদ দেগঙ্গা থানায় লিখেছে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। ওই ব্যক্তির দাবি আমরা আমাদের বাড়ির বাইরের দেয়াল প্লাস্টার করছিলাম। সে সময় প্রতিবেশী এক ব্যক্তি এসে বাধা দেয়। প্রতিবাদ করলে দুই পরিবারের মধ্যে মারামারি ঘটনা ঘটে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।