মন্তেশ্বর: অন্নপূর্ণ সংঘের নবান্ন উৎসব মন্তেশ্বরে
নতুন ধানের চালের উৎসব, নবান্ন। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের ধাওড়াপাড়ায় কচিকাঁচা নিয়ে নবান্ন উৎসব পালিত হলো রবিবার সকাল থেকে। নবান্নে গ্রামে দেবদেবীদের নতুন ধানের চাল উৎসর্গ করে নবান্নের প্রসাদ গ্রহণ করেন সকল গ্রামবাসীরা এবং মেতে ওঠেন দেব দেবীর পূজা অর্চনায় মহা সমারোহে। মা অন্নপূর্ণ সংঘের পক্ষ থেকে আজ নতুন চালের ভাত খেয়ে নবান্ন উৎসব পালিত করলো সকলে।