গড়বেতা শহরের ঝাড়বনী সর্বার্থ সাধক মিলন সংঘ ক্লাবের উদ্যোগ প্রত্যেক বছরের মতো এই বছরও মকর সংক্রান্তি উপলক্ষে দিবারাত্র ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই বছর ছয়টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই শুধু নয় পাশের রাজ্য ঝাড়খণ্ড - বিহার উড়িষ্যা - থেকেও এই বছর বহু ভলিবলের নামকরা খেলোয়াড় এই দিবারাত্রি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।