ধূপগুড়ি: ডামডিমের গুম্ফা মন্দিরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে
ডামডিমের গুম্ফা মন্দিরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে। বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের রজতজয়ন্তী উৎসবটি শুরু গত ২০ নভেম্বর। মুখ্যমন্ত্রী এদিন বোকার শেদরা বৌদ্ধ গুম্ফা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে গৌতম বুদ্ধের বিশেষ পূজায় অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের রজত জয়ন্তী উপলক্ষে গত ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে ধারাবাহিক ধর্মীয় আচার–অনুষ্ঠান।