কুলতলি: শীত পড়তে না পড়তে বাঘের আতঙ্কে আতঙ্কিত হচ্ছেন গৌড়ের চক দেবীপুর সহ একাধিক এলাকার মানুষজন
কুলতলীর গৌড়ের চক দেবীপুর সহ একাধিক এলাকার মানুষজন শীত পড়তে না পড়তেই বাঘের আতঙ্কে আতঙ্কিত হচ্ছেন । এলাকাবাসীদের দাবি নদী বাউন্ডারি এলাকায় বনদপ্তর পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুক। শীত পড়তে না পড়তে এর মধ্যে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। এ বিষয় নিয়ে আজ বিকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনুন তাদের মুখ থেকে।