বাঘমুণ্ডী: ফের বেআইনি মদ কারবার বন্ধের দাবিতে পথ অবরোধ হল কড়েং মোড়ে, পুলিশের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ মহিলাদের
ফের বেআইনি মদ কারবার বন্ধের দাবিতে পথ অবরোধ হল কড়েং মোড়ে। গ্রামে মদের বেআইনি কারবার বন্ধের দাবিতে বুধবার বাঘমুণ্ডি থানার কড়েং ও উকাদা গ্রামের স্বনির্ভর দলগুলির কিছু মহিলারা কড়েং মোড়ে বাঘমুণ্ডি - ঝালদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ থমকে যায় যান চলাচল। খবর পেয়ে বাঘমুণ্ডি থানার আইসি কৃষ্ণেন্দু বিশ্বাস সহ পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। শেষ পর্যন্ত প্রায় দেড় ঘন্টা পর পুলিশের আশ্বাসে মহিলারা অবরোধ তুলে