আউশগ্রাম ১: গুসকরার স্কুলমোড়ে টোটোয় উঠে মহিলা যাত্রীর ব্যাগ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠলো দুই বোরখা পরা মহিলার বিরুদ্ধে
গুসকরার স্কুল মোড়ে টোটোয় উঠে এক বয়স্কা মহিলা যাত্রীর ব্যাগ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগ উঠলো দুই বোরখা পরা মহিলার বিরুদ্ধে। অভিযোগ, টোটো চলতে শুরু করতেই দুই মহিলা ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে টাকা নেওয়ার চেষ্টা করেন। শনিবার আনুমানিক সকাল ১১টা নাগাদ শিবদা মোড়ে নেমে ওই যাত্রী ঘটনাটি স্থানীয়দের জানান। এরপর সন্দেহভাজন দুই মহিলাকে ঘিরে ধরেন স্থানীয়রা। তাদের বোরখার আড়ালে মাথায় সিঁদুর দেখা গেলে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা।