দুবরাজপুর: চুরি রুখতে চিনপাইয়ে সাত সিসিটিভির কড়া নজর, তৎপর সদাইপুর থানার পুলিশ
পুজোর আগে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বীরভূমের সদাইপুর থানা এলাকায়। বিশেষত চিনপাই গ্রামে রাতের অন্ধকারে অপরাধীদের আনাগোনা বাড়ছিল বলে অভিযোগ। চুরির কিনারা না হওয়ায় অবশেষে উদ্যোগ নিল পুলিশ। গ্রামের গুরুত্বপূর্ণ মোড়গুলো গ্রামীণ ব্যাঙ্ক, কালীতলা, বিশ্রামতলা, আশ্রম রোড সহ প্রায় সাতটি জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ এমনই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়।