গোসাবা: এলাকায় চুরির অভিযোগে ধৃত দুই চোরকে দুইদিন পুলিশ হেফাজতের পর মঙ্গলবার বিকালে আলিপুর আদালতে পেশ করলো গোসাবা থানার পুলিশ
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত গোসাবা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় চুরির অভিযোগে গত শনিবার সঞ্জয় সরদার ও শ্রীকান্ত সরদার নামে দুই চোরকে গ্রেফতার করেছিলো গোসাবা থানার পুলিশ ধৃতদের রবিবার আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ধৃত দুই চোরকে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন।ধৃতদের দুই দিন হেফাজতে থাকাকালীন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রান্নার গ্যাস সিলিন্ডার, থালা বাসন,ওভেন সহ বেশ কয়েকটি রান্নার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।য়