গণ্ডাছড়া: গন্ডাছড়ায় অনুষ্ঠিত হলো মেগা আইন সেবা সচেতনতা শিবির, বিনে পয়সায় আইনি পরিষেবা গ্রহণের আহ্বান বিচারকের
রাজ্যের ধলাই জেলা এবং গন্ডাছড়া মহকুমার আইন সেবা দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার গন্ডাছড়া মহকুমার কলেজ লাগোয়া টিসিএ ময়দানে অনুষ্ঠিত হয় একটি মেগা আইন সেবা সচেতনতা শিবির। উক্ত শিবিরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক সাড়া পড়ে। সকাল থেকেই কাতারে কাতারে ওই অনুষ্ঠানে যোগ দেয় জাতি জনজাতি অংশের লোকজন। উক্ত অনুষ্ঠান বা মেলায় বিভিন্ন দপ্তর থেকে ২২টি স্টল খোলা হয়। বন দপ্তর, মৎস্য দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর, পশু দপ্তর, লিগেল সেল, সহ চিকিৎসা দপ্তর।