দেগঙ্গা: মহারাষ্ট্রের নাগপুরের কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু হল দেগঙ্গা ব্লকের বেলপুর গ্রামের সাহারুল মন্ডল নামে এক যুবকের
ভিন রাজ্যে গাড়ির ধাক্কা মৃত্যু হল দেগঙ্গার এক যুবকের। মৃতের নাম শাহারুল মন্ডল। বয়স সাতাশ বছর। বাড়ি দেগঙ্গা ব্লকের বেলপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ মহারাষ্ট্রের নাগপুরে কিংগাঁও থানা এলাকায় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় শাহারুলের। স্থানীয় জানা গেছে শাহারুল একটি ষোল চাকা গাড়িতে খালাসীর কাজ করতেন। কয়েকদিন আগে কয়লা গিয়ে মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পরিবার সূত্রে জানা গেছে বুধবার সাড়ে নটা নাগাদ