কেশপুর: কেশপুরের আনন্দপুরে অনুষ্ঠিত হলো রাবণ দহন অনুষ্ঠান
কেশপুরের আনন্দপুর এ আয়োজিত হলো রাবণ পোড়া। আনন্দপুর মাঠে আজ শুক্রবার আয়োজিত হয় রাবণ পোড়া অনুষ্ঠান। এদিন সন্ধ্যা প্রায় সাড়ে আটটা নাগাদ আয়োজিত হয় এই রাবণ পোড়া। এদিনের এই রাবণ দহন বা রাবণ পুড়া অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষ ভিড় জমান আনন্দপুরের মাঠে। অঘটন এড়াতে প্রস্তুত ছিল আন্দপুর থানার পুলিশও।