পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌর পিতা অনুপম দত্ত খুনের ঘটনার রায় দান হয় সোমবার ব্যারাকপুর আদালতে দোষী সাব্যস্ত করা হয় তিনজনকে এদের মধ্যে মূল অভিযুক্ত সঞ্জীব পন্ডিত ওরফে বাপি পন্ডিতের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হল রাজনৈতিক চাপানোর যেখানে সঞ্জীব পণ্ডিত ওরফে বাপি পণ্ডিত আদালত থেকে বের হওয়ার সময় দাবি করেন তাকে নেতারা ফাঁসিয়েছে।