বাঁকুড়া ১: বাইক আরোহীদের সজোরে ধাক্কা মেরে উল্টে গেল ছোটো চার চাকা গাড়ি, গুরুতর আহতকে স্থানান্তরিত করা হলো BSMCH
বাইক ও চারচাকা গাড়ির সংঘর্ষে গুরুতর আহত একজন। বুধবার দুপুরে বাঁকুড়ার ঝারগ্রাম রাজ্য সড়কে দালানগড়া এলাকা সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর এদিন বাঁকুড়ার দিকে যাওয়ার পথে একটি ছোট চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী পরপর দুটি মোটর বাইকের ধাক্কা মেরে পাশের জঙ্গলের একটি গাছে ফের ধাক্কা মেরে উল্টে যায়। এই ঘটনায় গুরুতর জখম হন এক মোটর বাইক আরোহী। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।