ভাতার: দীর্ঘ বার বছরের দাবি মেনে ভাতার রেল স্টেশন চত্বরে লাগানো হলো লাইট,
পুজোর আগে এই লাইট পেয়ে খুশি এলাকার মানুষ
দীর্ঘ বার বছরের দাবি মেনে ভাতার রেল স্টেশন চত্বরে লাগানো হলো লাইট । পুজোর আগে এই লাইট পেয়ে খুশি এলাকার মানুষ। মঙ্গলবার ৭:৩০ মিনিটে স্থানীয় এক ব্যক্তি বললেন রেল দপ্তরকে অসংখ্য ধন্যবাদ। পূর্ব বর্ধমান জেলার ভাতার রেল স্টেশন এলাকা, সন্ধ্যার পর অন্ধকার হয়ে যেত। স্থানীয় মানুষজন দীর্ঘ 12 বছর দাবি জানিয়েছিলেন এখানে রেল দপ্তর একটি হাই মার্ক্স লাইট লাগাক। সেই দাবি মেনে রেল দপ্তর পুজোর আগেই সেই লাইট লাগালো টেশন এলাকায় খুশি এলাকার মানুষ।