পুরাতন মালদা: দুই কালী মায়ের মিলন উৎসবে ভিড় জমলো পুরাতন মালদার তৈলমুন্ডায়
দুই কালী মায়ের মিলন উৎসবে ভিড় জমলো পুরাতন মালদার তৈলমুন্ডায় পুরাতন মালদা: দুই কালী মায়ের মিলনকে কেন্দ্র করে ব্যাপক ভিড় নামলো পুরাতন মালদার তৈলমুন্ডা এলাকায়। একদিকে বুড়িকালী, অন্যদিকে রক্ষাকালী — দুই বোনের এই বহু প্রাচীন পূজোকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ। প্রথা অনুযায়ী পূজোর রাতেই হয় বিসর্জন। মঙ্গলবার ভোর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জনের পর্ব। এদিন ভোর চারটায় মাথায় প্রতিমা নিয়ে পরিক্রমা করেন ভক্তরা। ঢাক, ঢোল, কাঁসর-ঘণ্টার তালে তালে মেতে ওঠে গ