ভাঙড় ২: নিহত রাজ্জাক খাঁর স্মৃতি ট্রফি হিসেবে ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করলেন অমর সংঘ ক্লাব
আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ভাঙ্গর 2নং ব্লকের চালতা বেড়িয়া, চকমরিচা অমর সংঘ ক্লাবের উদ্যোগে নিহত তৃণমূল নেতা রাজ্জাক খাঁর স্মৃতি ট্রফি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।এক মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে এদিন খেলার উদ্বোধন করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন যাদবপুর ছাত্র পরিষদের সহ-সভাপতি সাবিরুল ইসলাম সহ নিহত রাজ্জাক খাঁর পরিবার-পরিজন এবং অন্যান্য নেতৃত্ব গন।