ক্যানিং ২: "গোটা পশ্চিমবাংলায় তাদের কোন অস্তিত্ব নেই, মুসলমান সমাজকে ভাগ করতে চাইছে তারা," ISF কে নিশানা শওকত মোল্লার
রবিবার দুপুর ১২ টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নামে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে জীবনতলা কলেজ অডিটরিয়াম হলে আগামী ২০-ই সেপ্টেম্বর রবিবার, বেহুলাবড়ী বাজার থেকে সিংহেরশ্বর বাজার পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ডাকে বিরাট প্রতিবাদ মিছিল হতে চলেছে, তারই প্রস্তুতি সভা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক নিজেই।