দুবরাজপুর: দুবরাজপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় স্বামী দোষী সাব্যস্ত
দুবরাজপুরে স্ত্রী হত্যার মামলায় দোষী সাব্যস্ত হলেন শেখ নইমুদ্দিন। অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ২৭ জুন রকিনা বিবির সঙ্গে নইমুদ্দিনের বিয়ে হয়। পরে স্ত্রীর জানা যায়, স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে কাশিনা বিবির সঙ্গে। এই নিয়ে নইমুদ্দিন প্রায়ই রকিনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি নইমুদ্দিন কাশিনার সহায়তায় রকিনার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। ৩ মার্চ সিউড়ি সদর হাসপাতালে মৃত্যু হয় রকিনার।