ক্যানিং ২: 'তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার জন্য
নির্বাচনের আগে SIR চালু করেছে কেন্দ্র'
আজ অর্থাৎ বুধবার সকাল 11 টা নাগাদ ক্যানিং পূর্বের অন্তর্গত জীবনতলা মহাবিদ্যালয় কনফারেন্স হলে বিধানসভার সকল নেতৃত্বদের উপস্থিতিতে SIR নিয়ে সবিস্তারে আলোচনা সভা চলে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে। এদিন তিনি বলেন ক্যানিং পূর্বের মাটি থেকে একটাও বৈধ ভোটার যেন না বাদ যায় তার ব্যবস্থা করতে হবে।