পুরুলিয়া ১: বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ইউনিভারসিটিতে বিক্ষোভ ও উপাচার্যের কাছে ডেপুটেশন প্রদান করল AIDSO
ছাত্র সংগঠন AIDSO SKBU COMMITTEE এর পক্ষ থেকে সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখানো হয় এবং উপাচার্যের কাছে ডেপুটেশন দেওয়া হয় এদিন দুপুরে। তাদের দাবি ছাত্র-ছাত্রীদের যাতায়াতের স্বার্থে ইউনিভার্সিটির পর্যাপ্ত বাস দ্রুত চালু করতে হবে। ক্যান্টিনে নিম্নমানের খাবার দেওয়া বন্ধ করতে হবে এবং কম খরচে উন্নত মানের খাবার দিতে হবে। মেডিকেল ইউনিট চালু রাখতে গেলে পর্যাপ্ত ওষুধ ও ডাক্তার রাখতে হবে এছাড়াও আরো বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন ও বিক্ষোভ দেখান