গোসাবা: গোসবা ব্লকের আমতলী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম আমতলীতে ১০২ ১০৫ ও ১০৬নং বুথের পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো
দক্ষিণ ২৪ পরগনার গোসবা ব্লকের আমতলী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম আমতলীতে ১০২ ১০৫ ও ১০৬নং বুথের পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে।এদিন পাড়ায় সমাধান কর্মসূচি উদ্বোধন করেন আমতলী GPর প্রধান অঞ্জলী সরদার ও উপ প্রধান রঞ্জন মন্ডল, উপস্থিত ছিলেন আমতলী GP এলাকার সমস্ত পঞ্চায়েত সদস্যরা। এদিনের এই পাড়ায় সমাধান কর্মসূচীতে ১০২,১০৫এবং ১০৬নং এই তিনটি বুথের মানুষজন উপস্থিত হয় ।এবং সেখানে তাঁরা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যার কথা জানান।