পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-২ব্লকের আমদাবাদ এলাকার আস্তরাড়ির জনৈক দীপক মন্ডলের অভিযোগ তারই পৈতৃক জায়গায় রোপিত বাঁশ বাগানের বাঁশ তার প্রতিবেশী জোর পূর্বক বাঁশ কাটে বাধা দিতে গেলে গন্ডগোল বাধে। প্রতিবেশীর করা অভিযোগের ভিত্তিতে দীপক বাবুর ভাইকে নন্দীগ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করে। তার পরও ঐ প্রতিবেশী তাদের বাড়িতে চড়াও হয়। এবং বাধাদিতে গেলে দীপক মন্ডলকে কাটারীর কোপ মারে এমন কি গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে বলে তার অভিযোগ। বাড়ির মেয়েরা ছাড়াতে এলে তাদেরও