লংথরাই ভ্যালি: নবীনছড়ায় বিজেপি আয়োজিত বিশাল জনসভা
নবীনছড়ায় বিজেপি আয়োজিত বিশাল জনসভা আজ দুপুরে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে নবীনছড়া সেক্টরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভাপতি ও টি.টি.এ.এ.ডি.সি.-র কার্যনির্বাহী সদস্য বিমল কান্তি চাকমা। তার সঙ্গে ছিলেন ব্লক চেয়ারম্যান সজল চাকমা এবং ত্রিপুরা প্রদেশ জনজাতি মোর্চার অফিস সেক্রেটারি জয় বাহাদুর রুপিনী।