ছাতনা: টোটো চুরি করে জঙ্গলে লুকোনো, ছাতনা থানার পুলিশের জালে দুই দুষ্কৃতী
ছাতনা থানার বড় সাফল্য। মাত্র ১২ ঘণ্টায় উদ্ধার হল তিনটি টোটো ও ১২টি ব্যাটারি। ঝুঞ্জকা পঞ্চায়েতের জুগুনথোল, পেঁচাশিমুল ও বিশকোদর গ্রাম থেকে টোটো চুরি হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে দুষ্কৃতীরা হাউসীর জঙ্গলে টোটো লুকিয়ে ব্যাটারি খুলে নিয়েছিল। দ্রুত অভিযান চালিয়ে পুলিশ মনিরুল শেখ ও শেখ শফিউল নামে দুই যুবককে গ্রেপ্তার করে। তাদের শুক্রবার বাঁকুড়া আদালতে তোলা হয়। চক্রে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।