সিউড়ি ২: সিউড়ির দু নম্বর ব্লক এলাকার একাধিক গ্রামে কালী প্রতিমা পরিদর্শন করতে উপস্থিত হলেন বিজেপি জেলা সভাপতি সহ একাধিক নেতৃত্ব
Suri 2, Birbhum | Oct 21, 2025 সিউড়ির দু'নম্বর ব্লকের অন্তর্গত ইন্দ্রাগাছা বামা কালী সহ একাধিক গ্রামের কালী প্রতিমা দর্শন করলেন বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা। মঙ্গলবার দিন এমনটাই ছবি ধরা পড়েছে দু'নম্বর ব্লক এলাকায়।