গতকালের পাশাপাশি আজ ফের অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে নামলো ধুপগুড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার জলপাইগুড়ি পুলিশের তৎপরতায় ধূপগুড়ি থানা এলাকার বামনটারি অঞ্চলে বিশেষ অভিযান চালানো হয়। এদিনের এই অভিযানে ধুপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপ্চা র ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ এর নেতৃত্বে ধুপগুড়ি থানার পুলিশ টিমের উপস্থিতিতে গিলানডি নদীর ধারে প্রায় দেড়শোটি গাঁজা গাছ ধ্বংস করা হয়।