রামপুরহাট ১: রামপুরহাট থানার চাকাইপুর গ্রামে জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর
রামপুরহাট থানার চাকাইপুর গ্রামে জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর।। মৃত শিশুর নাম অঙ্কুশ লেট বয়স আড়াই বছর । পরিবার সূত্রে জানা যায় ১৩ অক্টোবর সোমবার বেলা বারোটা নাগাদ ওই শিশু বাড়ির সামনে খেলা করার সময় একটি পুকুরের জলে ডুবে যায় ও মৃত্যু হয় ওই শিশুর। মঙ্গলবার বিকেলে পরিবারের সাথে দেখা করেন রামপুরহাট ১ নং ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নীহার মুখার্জী।